Odisha

1 year ago

Flood in Odisha : ওডিশায় বন্যার জলে রাস্তায় গাড়ি আটকে বিপত্তি, উদ্ধার দু'জন

Odisha Flood  (Collected)
Odisha Flood (Collected)

 

জগতসিংপুর, ১৯ সেপ্টেম্বর : ওডিশায় বন্যার জলে রাস্তায় গাড়ি আটকে যে দু'জন বিপাকে পড়েছিলেন তাদের মঙ্গলবার উদ্ধার করেছে এসডিআরএফ। ওডিশার রাজ্য বিপর্যয় ত্রাণ বাহিনীর কর্মীরা গাড়ির যাত্রীদের উদ্ধার করেছে। এরা জগৎসিংহপুর এলাকায় প্লাবিত রাস্তায় গাড়ির ভিতরে আটকে পড়েছিল। স্থানীয় দমকল কর্মীরা জানান, গাড়িটি বেশ বিপদজনকভাবে আটকে গিয়েছিল। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার এসডিআরএফ কর্মীরা এসে গাড়িতে আটকে পড়া দুই যাত্রীকে উদ্ধার করে। রহমা-খোসালপুর সড়কে ওই দুই ব্যক্তি গাড়িতে করে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

মহানদীর জলের উচ্চতা হঠাৎ করেই বেড়ে যাওয়ায় রাস্তা দিয়ে গাড়িটি যাওয়ার সময় আটকে পড়ে। বন্যার কারণেই এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি একটি গাছের সঙ্গে আটকে যায়। গাড়ির আরোহীরা তাদের জীবনের ভয়ে গাছে উঠে পড়ে। পরে তাদের একজন গাছ থেকে নেমে সাহায্য না আসা পর্যন্ত ছাদে আশ্রয় নেয়। দু'ঘণ্টা চেষ্টার পর এসডিআরএফ কর্মীরা আটকে পড়া মানুষদের উদ্ধার করে।


You might also like!