ভুবনেশ্বর, ২৫ অক্টোবর: ঘূর্ণিঝড়ে মৃত্যু-শূন্য নিশ্চিত করা লক্ষ্য ছিল, আর পূরণ হয়েছে। দাবি করলেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মাঝি বলেছেন, "ঘূর্ণিঝড় 'দানা' ২৪ এবং ২৫ অক্টোবরের মধ্যবর্তী রাতে ভিতরকণিকা এবং ধামরা উপকূলের মধ্যে স্থলভাগে আছড়ে পড়ে। এই প্রক্রিয়া শুক্রবার সকাল সাতটা পর্যন্ত অব্যাহত থাকে, প্রশাসনের সতর্কতা ও প্রস্তুতির কারণে কোনও দুর্ঘটনা ঘটেনি। সরকারের মৃত্যু-শূন্য লক্ষ্য অর্জন করা হয়েছে, প্রায় ৬ হাজার গর্ভবতী মহিলাকে স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।"