Odisha

4 months ago

Derailed goods train near Bhubaneswar station:ভুবনেশ্বর স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি, বিঘ্নিত ট্রেন পরিষেবা

Derailed goods train near Bhubaneswar station
Derailed goods train near Bhubaneswar station

 

ভুবনেশ্বর, ২৬ জুলাই : ওডিশার ভুবনেশ্বর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ির দু'টি বগি। শুক্রবার ভুবনেশ্বর স্টেশন থেকে কিছুটা দূরে একটি মালগাড়ির দু'টি বগি লাইনচ্যুত হয়ে যায়। দু'টি বগি রেললাইন থেকে নেমে যাওয়ায় রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকালে ভুবনেশ্বর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ি। মালগাড়ির দু'টি ওয়াগন রেললাইন থেকে নেমে যায়। ইস্ট কোস্ট রেলওয়ে (ইসিওআর) জানিয়েছে, এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কটকগামী মালগাড়িটি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন অতিক্রম করার পরই লাইনচ্যুত হয়ে যায়।

You might also like!