Odisha

1 year ago

Odisha:ওডিশার উৎকল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আগুন

A fire broke out in Odisha's Utkal University campus
A fire broke out in Odisha's Utkal University campus

 

ভুবনেশ্বর, ১৯ ডিসেম্বর  : ওডিশার উৎকল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একটি গাড়িতে আগুন । ভুবনেশ্বরের বাণী বিহারে অবস্থিত উৎকল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একটি গাড়িতে সোমবার গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগুন লাগার পর দমকলে খবর দেয়। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করে। দমকলের এক কর্মী জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে, তবে আগুনে কোনও হতাহতের খবর মেলেনি। আগুনে গাড়িটি পুরোপুরি পুড়ে গিয়েছে। পুলিশের অনুমান, গাড়ির বেটারির শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।


You might also like!