Livelihood message

1 year ago

Medical NET Exam 2023: স্নাতক স্তরে ডাক্তারিতে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা রবিবার, মোট পরীক্ষার্থী ১৮ লক্ষ ৭২ হাজারের বেশি

NET Exam 2023  (Symbolic Picture )
NET Exam 2023 (Symbolic Picture )

 

কলকাতা, ৬ মে  : স্নাতক স্তরে ডাক্তারিতে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (নিট) ২০২৩ নেওয়া হবে রবিবার। দেশের চারশো নিরানব্বইটি শহরের বিভিন্ন কেন্দ্র ছাড়াও দেশের বাইরে ১৪টি শহরেও এই পরীক্ষা নেওয়া হবে।

এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লক্ষ ৭২ হাজারেরও বেশি। এর মধ্যে আছেন পশ্চিমবঙ্গের প্রায় দেড় লক্ষ ছাত্র ছাত্রী। এবারে ছাত্রী সংখ্যা প্রায় ১০ লক্ষ, যা ছাত্রদের তুলনায় অনেকটাই বেশি। দুপুর ২টো থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার্থীরা neet.nta.nic.in website থেকে তাঁদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে পরীক্ষার্থীদের।

You might also like!