Livelihood message

8 months ago

Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ইদের মাঝেই! বদল হবে কি রুটিন?

Calcutta University exam in the middle of Eid! What routine will change?
Calcutta University exam in the middle of Eid! What routine will change?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের প্রথম সেমেস্টারের পরীক্ষা। কিন্তু পরীক্ষার মাঝেই এবার ইদ উৎসব পড়ছে বলে মনে করা হচ্ছে। মোটামুটিভাবে যেটা বোঝা যাচ্ছে যে ১০ এপ্রিল ইদ উৎসব হতে পারে। তবে তার আগে পরেও হতে পারে। কিন্তু পরীক্ষার মাঝে ইদ পড়লে সমস্যা হতে পারে। সেকারণে এবার পরীক্ষার রুটিন বদলের দাবি উঠতে শুরু করেছে।

কলকাতা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটি ইতিমধ্য়েই এনিয়ে দাবি তুলেছে। কারণ সূচি বদল করা না হলে সামগ্রিকভাবে মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের সমস্যা হতে পারে। সেকারণেই এই দাবি তোলা হয়েছে। কারণ একে তো ইদ উপলক্ষ্য়ে যান বাহন কতটা কেমন চলবে তা নিয়ে প্রশ্ন আছে। তার উপর উৎসবের আগে বা পরে পরীক্ষা হলে স্বাভাবিকভাবেই সমস্যা হবে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান শাখার চার বছরের স্নাতক স্তরের প্রথম সেমেস্টারের পরীক্ষা ৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে। তবে ১০ এপ্রিল যদি ইদ হয় তবে সেদিন অবশ্য় পরীক্ষা নেই। কিন্তু তার আগে বা পরে পরীক্ষা রয়েছে।


You might also like!