Livelihood message

8 months ago

Agriculture Vacancy 2024: রাজ্য কৃষি দফতরে চাকরির সুযোগ, মাসিক বেতন প্রায় ৩২ হাজার টাকা

Agriculture Vacancy
Agriculture Vacancy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃরাজ্যের কৃষি দফতরে চাকরির সুযোগ। রাজ্যের যে কোনও জেলার চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম

ফিল্ডম্যান

শূন্যপদ

১টি

শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য এগ্রোনমি বিষয়ে স্নাতক পাস করতে হবে।

মাসিক বেতন

এই পদের মাসিক বেতন ৩১ হাজার ৯৬০ টাকা।

বয়সসীমা

এই পদে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন পদ্ধতি

এই পদে আবেদনের জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদনপত্রটি ডাউনলোড করে অফলাইনে আবেদন করতে হবে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

Bidhan Chandra Krishi Vishwavidyalaya, Mohanpur, Nadia, 741252

আবেদনের শেষ তারিখ

২৮ মার্চ ২০২৪।

You might also like!