Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Life Style News

1 week ago

Wall Hook: আর কিছু লাগবে না! দেওয়ালে একটি জিনিস লাগালেই জিনিসপত্র থাকবে হাতের নাগালে!

Wall Hooks
Wall Hooks

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আপনি যতই গুছিয়ে রাখুন না কেন, কাজের সময় দরকারি জিনিস খুঁজে পাওয়া যায় না, চোখের সামনে থেকেও যেন উধাও হয়ে যায়। এই সমস্যা প্রায় সবার সঙ্গেই ঘটে। এছাড়া, বাড়িতে বেশি জিনিসপত্র থাকলে সেগুলোকে রাখার জায়গাও খুঁজে পাওয়া মুশকিল হয়। শুধুমাত্র জামাকাপড় নয়, বাসনপত্র, ঘর পরিষ্কারের সরঞ্জাম, বাথরুমের জিনিস—এই ধরনের অসংখ্য জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকলে তা খুঁজে বের করা কঠিন।

এই সমস্যার সহজ সমাধান হতে পারে মাত্র একটি জিনিস— *হুক*। এই ছোট হুক ব্যবহার করে আপনি হরেক রকমের জিনিসপত্র গুছিয়ে ঝোলাতে পারবেন এবং হাতের নাগালেই রাখতে পারবেন।ঘরের যে কোনও কোণে, দরজার পিছনে, বাথরুম-রান্নাঘরের দেওয়ালে আটকে দিতে পারেন হুক। তার পরে ঝুলিয়ে দিন জামাকাপড়, হাতা-খুন্তি, সাবান মাখার জালি, ঝাঁটা, ন্যাতা ইত্যাদি। বাজারে বিভিন্ন ধরনের হুক পাওয়া যায়। বাড়ির কোন জায়গায় কোন ধরনের হুক লাগালে ঝামেলা কমবে, রইল টিপস।

দরজার পিছনেঃ 

দরজার পিছনে লম্বা স্টিকের হুক লাগাতে পারেন। একাধিক হুক লাগাতে পারেন। সেগুলো নাটবল্টু দিয়ে আটকাবেন। দরজার পিছনে বাড়িতে পরা জামাকাপড় কিংবা রাস্তায় পরে বেরিয়ে ছিলেন, কিন্তু কাচা হয়নি, এমন পোশাক ঝুলিয়ে রাখতে পারেন। 

বাথরুমের দেওয়ালেঃ 

বাথরুমের শৌখিন ও চওড়া হুক বেছে নিন। তবে বাথরুমের জন্য হুক ও হ্যাঙ্গার বেছে নেওয়া উচিত। হুকের সঙ্গে হ্যাঙ্গার থাকলে সেখানে জামাকাপড় কিংবা তোয়ালে-গামছা রাখতে পারবেন। স্নান করতে ঢুকে সেখানে শুকনো কাপড়ও ঝোলাতে পারবেন। এ ছাড়া ওই হুকে ভিজে তোয়ালে, সাবান মাখার ভিজে জালি ইত্যাদি রাখতে পারেন। বাথরুমে স্টিলের হুক ও হ্যাঙ্গার লাগাতে পারেন। এ ছাড়া আয়নার নীচে বা টাইলসে আঠা লাগানো প্লাস্টিকের হুক আটাতে পারেন।

রান্নাঘরের দেওয়ালেঃ 

রান্নাঘরের একটি দেওয়ালে কাঠের হুক বা স্টিলের নাটবল্টু দিয়ে আটকাতে পারেন। এ ছাড়াও আঠা লাগানো প্লাস্টিকের হুকও লাগাতে পারেন। কাঠ বা স্টিলের হুকে স্টিল-ননস্টিকের কড়াই, হাতা-খুন্তি, কফি মগ ইত্যাদি ঝোলাতে পারেন। এগুলোও ওজন বেশি, তাই প্লাস্টিকের হুক ব্যবহার না করাই ভালো। প্লাস্টিকের হুকে রান্নাঘর পরিষ্কারের কাপড়ের মতো হালকা জিনিস ঝোলাতে পারেন।


You might also like!