দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ত্বকের যত্নে গোলাপ জলের ব্যবহার বহুকালের। সামান্য কিছু প্রসাধনী আছে,যা যে কোনও ত্বকে যে কোনও সমস্যায় ব্যবহার করা যায়৷ তাদের মধ্যে গোলাপজল হল অন্যতম৷ গরমকালে ত্বকের জন্য এর থেকে ভালো বন্ধু বিরল৷ গোলাপজল গরমে ত্বকের তেলতেলে ভাব দূর করে৷ তবে কী করে ব্যবহার করবেন তার উপর নির্ভর করবে এর সর্বোচ্চ উপকারিতা৷ সেরা ফল পেতে রাতে ঘুমোতে যাওয়ার আগে তুলোর বল গোলাপজলে ভিজিয়ে ভালোকরে মুখ মুছে নিন। বাইরে থেকে ঘরে ফিরে গোলাপজল ব্যবহার করুন টোনার হিসেবে৷ এতে ত্বক টানটান ও পরিষ্কার থাকে৷
শুধু তাই নয়, ত্বকের ভিতরে ঢুকে ত্বককে শীতল ও পরিষ্কার রাখে গোলাপজল৷ ত্বকে পিএইচ ভারসাম্য বজায় থাকে গোলাপজলের প্রভাবে৷ ফলে ব্রণ, অ্যাকনে ও ত্বক ফুলে ওঠার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়৷ ত্বকের প্রতি অ্যান্টি পিগমেন্টেশন উপাদান হিসেবে কাজ করে এই গোলাপজল৷ পিগমেন্টেশন দূর করতে গোলাপজলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন অ্যালোভেরা জেল৷ সানট্যান দূর করতেও গোলাপজল কার্যকরী৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকে গোলাপজলের স্পর্শে আর্দ্রতা বজায় থাকে৷ নিয়মিত গোলাপজল ব্যবহারে ট্যানিং কমে আসে৷