Life Style News

1 month ago

Tulsi Leaf: তুলসী মঞ্জরীতেই আছে অর্থলাভের ম্যাজিক! কিভাবে জানেন?

Tulsi Manjari
Tulsi Manjari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- তুলসী গাছে রয়েছে একাধিক গুণাবলি। বিজ্ঞানীদের মতে, এই গাছ বেশি থাকলে পরিবেশে দূষণ দূর হয়ে বেড়ে যায় অক্সিজেনের পরিমাণ। শুধু বিজ্ঞানগত গুণ নয়, একই সঙ্গে তুলসী গাছে রয়েছে নানা ধর্মীয় গুণাবলি।

বাস্তু অনুসারে বাড়িতে তুলসী গাছ লাগালে ইতিবাচক শক্তির আসে। বিশ্বাস করা হয় যে তুলসী গাছে মা লক্ষ্মী বাস করেন। তবে তুলসীতে মঞ্জরী বেরিয়ে আসা মানেই আপনার ঋণের বোঝা বাড়ছে। কিন্তু এই মঞ্জরী সঠিক পদ্ধতিতে ব্যবহার করলেই আসবে জীবনে উন্নতি।

জ্যোতিষ শাস্ত্রের মতে, ভগবান শিব এবং তাঁর পুত্র গণেশকে তুলসী পাতা নিবেদন করা নিষিদ্ধ বলে মনে করা হয়, তবে আপনি শিবকে মঞ্জরি দিতে পারেন। তুলসী মঞ্জরী নিবেদন করলে আপনি পারিবারিক সুখ লাভ করবেন। এছাড়াও যদি কোনও ব্যক্তির জীবনে প্রেমের অভাব দেখা দেয় বা বিবাহে বাধা আসে তাহলে দুধে মঞ্জরি মিশিয়ে ভগবান শিবের প্রতি অভিষেক করা উচিত।

এছাড়াও দেবী লক্ষ্মীর পায়ে তুলসী মঞ্জরি নিবেদন করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। এছাড়া জীবনে আসা ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। দেবী লক্ষ্মীর চরণে তুলসী মঞ্জরী অর্পণ করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। কাজে আসা বাধাও দূর হবে।

You might also like!