Life Style News

8 months ago

Swami Vivekananda Inspirational Quotes: ছোটোদের জীবন দিশা দেখাতে পারে স্বামীজীর এই বাণীগুলি!

Swami Vivekananda (File Picture)
Swami Vivekananda (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারাদেশ জুড়ে আজ পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। যুব সমাজের অনুপ্রেরণা জোগাতে স্বামীজির অবদান সবার আগে উঠে আসে। তাঁর বাণী যেভাবে দিশা দেখায় যুবসমাজকে, সেভাবেই ছোটদের জন্যেও শিক্ষণীয়। বাবা মায়েরা জেনে নিন স্বামীজীর কোন কোন বাণী ছোটদের মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয়।

স্বামী বিবেকানন্দ যুবসমাজের উদ্দেশে বলেছিলেন, 'ওঠো, জাগো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না, যতক্ষণ তোমার লক্ষ্যে না পৌঁছতে পারছ।'

কোনও স্বপ্ন পূরণের জন্য অনুপ্রেরণা দিতে তিনি বলেছিলেন, 'এক দিনে বা এক বছরে সফলতার আশা করো না। কিন্তু সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো।'

*'নিজের উপর বিশ্বাস না এলে…ঈশ্বরের উপর বিশ্বাস আসে না।'

*'সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে, তারপরেও সব কিছু সত্যই থাকে। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না।'

'নিজেদের বিপদ থেকে টেনে তোলো! তোমার উদ্ধার-সাধন তোমাকেই করতে হবে। ভীত হয়ো না। বারবার বিফল হয়েছো বলে নিরাশ হওয়ার কিছু নেই। কাল সীমাহীন, অগ্রসর হতে থাকো, বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো, আলোক আসবেই।'

*'কখনও বলো না, আমি করতে পারব না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে, তুমি সব কিছুই করতে পারো। সব শক্তিই তোমার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখো, এটা বিশ্বাস করবে না যে তুমি দুর্বল। দাঁড়াও এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শেখ।'

'কোন জীবনই ব্যর্থ হইবে না, জগতে ব্যর্থতা বলিয়া কিছু নাই। শতবার মানুষ নিজেকে আঘাত করিবে, সহস্রবার হোঁচট খাইবে, কিন্তু পরিণামে অনুভব করিবে, সে ঈশ্বর।'

*'যেই রকম আপনি ভাববেন ঠিক সেইরকমই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন, তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন। আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন, তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন।'

*'মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে, সেই বুদ্ধিমান। কোনও কাজই ছোট নয়।'

*'যে রকম বীজ আমরা বুনি, সে রকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরী করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই।'

You might also like!