Jharkhand

2 months ago

Hatiya Railway Station incident : হাতিয়া রেলওয়ে স্টেশনে মাদক-সহ ধৃত এক

RPF arrested with drugs (symbolic picture)
RPF arrested with drugs (symbolic picture)

 

রাঁচি, ২৫ সেপ্টেম্বর : ঝাড়খন্ডের হাতিয়া রেলওয়ে স্টেশন থেকে মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। ধৃতের নাম শুভম কুমার। তিনি বিহারের বৈশালীর বাসিন্দা । সাব-ইন্সপেক্টর দীপক কুমার বুধবার জানিয়েছেন, দুর্গাপূজাকে সামনে রেখে, আরপিএফের বিভাগীয় নিরাপত্তা কমিশনার পবন কুমার ট্রেনগুলিতে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছেন। এই ধারাবাহিকতায়, আরপিএফ হাতিয়া স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনক অবস্থায় একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে তার জিনিসপত্র তল্লাশি করে। সেই সময় তার ব্যাগ থেকে ২৪টি মদের বোতল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, সে মদের বোতল ট্রেনে করে বিহারে নিয়ে যাচ্ছিল বেশি দামে বিক্রি করার জন্য। এরপর বাজেয়াপ্ত মদ ও অভিযুক্তদের আবগারি দফতরের কাছে হস্তান্তর করা হয়।

You might also like!