Life Style News

2 weeks ago

AC Important Things: শীতে এসির ব্যবহার নিষ্ক্রিয় কিন্তু এসি বন্ধের পূর্বে কয়েকটি কাজ আবশ্যক,কাজগুলি জেনে নিন।

Air Conditioners
Air Conditioners

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তীব্র গরমের হাত থেকে স্বস্তি পেতে এখন ঘরে ঘরে এসি বা এয়ার কন্ডিশনার ব্যবহার। ব্যায়বহুল এই জিনিসটি সুরক্ষিত রাখতে নিম্নলিখিত এই নিয়মগুলি মেনে চলুন আপনার শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রটি দীর্ঘস্থায়ী এবং সুরক্ষিত রাখুন।

১) এসি ব্যবহার না করলে সেটি আনপ্লাগ করে রাখুন, শর্ট সার্কিটের বিপদ থেকে মুক্ত থাকুন।

২)  এসি পরিষ্কার রাখা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। স্পিট এসির ক্ষেত্রে সামনের ঢাকনাটা আলতো করে তুলে ফিল্টার বের করে নিতে হবে। উইন্ডো এসির ক্ষেত্রে ফ্রন্ট প্যানেল খুলে তা বের করতে হবে। এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নরম কাপড় দিয়ে মুছে লাগিয়ে দিতে হবে। 

৩) ইঞ্জিনিয়াররা সার্ভিসিংয়ের সময়ে একটা টুথব্রাশ দিয়ে এসির ভিতরে একটা জায়গা ক্লিন করেন। ওটাকে ফিন বলে। আমাদেরও টুথব্রাশ দিয়েই তা করতে হবে। কোনও ফিনে বেন্ট থাকলে ফিন কম্ব দিয়ে তা আলতো করে সোজা করে দিতে হবে।

৪) এসির ভিতরে থাকা  ইভাপোরেটর কয়েল এবং বাইরে থাকা কনডেনসার কয়েল দুটোই পরিষ্কার রাখা জরুরী। স্প্লিট এসি হলে সামনের ঢাকনাটা আলতো করে তুলে একটা নরম পরিষ্কার কাপড় দিয়ে ইভাপোরেটর কয়েল মুছে নিতে হবে। আউটডোর এসির ক্ষেত্রে কয়েল ক্লিনার স্প্রে ব্যবহার করা ভালো, কেন না কনডেনসার কয়েলে ধুলো জমে বেশি।

৫) এসির আর্দ্রতা যে অংশ শুষে নেয়, তাকে বলে কনডেনসেশন লাইন। এই জায়গাটা খুঁজে বের করে ভ্যাকুয়ম ক্লিনার দিয়ে জমে থাকা ময়লা টেনে বের করে আনতে হবে।

৬) আউটডোড়  ইউনিটের ময়লা জমে বেশি। তাই পাইপ দিয়ে জল ছিটিয়ে ধোয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে, প্রয়োজনের অতিরিক্ত জল মেশিনের ক্ষয় করতে পারে।

৭) ইনডোর আর আউটডোর দুটি ইউনিট ঢেকে রাখা ভালো। তাতে ধুলো জমবে না।  

৮) নির্দিষ্ট সময়ের ব্যবধানে এসি  সার্ভিসিং করানো আবশ্যক। অনেক সময় এসির লক ভেঙে যেতে পারে এসির ফ্যান হাতে দিয়ে পরিষ্কার না করাই ভালো, হাই প্রেসার মেশিন দিয়ে ওয়াশ করতে হয় তাই ভালো একজন টেকনিশিয়ান নিয়ে সার্ভিস করুন তাতে আপনার এসি ভালো থাকবে।


You might also like!