Life Style News

1 year ago

Pornhub: পর্নোগ্রাফিকে স্বাভাবিক বানাতে সরকারের কাছে আরজি পর্নহাব-র

Pornhub (File Picture)
Pornhub (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পর্ন কথাটির সঙ্গে অস্বাভাবিক ভাবেই একটা গোপনীয়তা, একটা জড়তা বা আড়ষ্টতা কাজ করে। তবে Porn ক্ষেত্রে কোনো ভাবেই ঠিক এতটা গোপনীয়তার তেমন কোনো গোপনীয়তার প্রয়োজন নেই। আপনি যদি প্রাপ্ত বয়স্ক হন সেক্ষেত্রে আপনি স্বাচ্ছন্দ্যে যে কোনো পর্নসাইট ভিজিট করতেই পারেন। 

প্রসঙ্গত, মার্কিন মুলুকের বিভিন্ন শহরে নীল ছবির ওয়েবসাইটগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়, ইউজারদের বয়স ভেরিফাই না করে এই ওয়েবসাইট ব্যবহার করা যাবে না। এমনকী বয়স যাচাইয়ের কোনও অপশন না রাখায় আইনি জটিলতার মধ্যেও পড়তে হয় দু’টি পর্ন সাইটকে। তবে পর্ন সাইটগুলির উপর যাতে কোপ না পড়ে, তার জন্য উদ্যোগে কানাডার বেসরকারি একটি সংস্থা। 

এই সংস্থার সাফ কথা, তারা চায় না অপ্রাপ্তবয়স্করা এই ধরনের সাইটে আসক্ত হয়ে পড়ুক। সেক্ষেত্রে বয়স জাচাই করা জরুরি, কিন্তু অনেক ক্ষেত্রেই বয়স জাচাই-র ব্যাপারটির মূল্যায়ন সঠিক ভাবে হয় না, সেক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয় পর্ন সাইট গুলিকে।

এবং সে কারনে উক্ত সংস্থাটির মত- এই জটিলতার জন্য যেন নিষেধাজ্ঞার মুখে না পড়তে হয় অ্যাডাল্ট সাইটগুলিকে। সমাধানসূত্র হিসেবে ডিভাইস অথবা ব্রাউসের উপর ভিত্তি করে ভেরিফিকেশনের ব্যবস্থার পরামর্শ দেওয়া হয়েছে। 

এর আগে ২০২০ সালে মার্কিন সরকারের রোষের মুখে পড়েছিল একাধিক সাইট। এমনকী ২০২১ সালে প্রায় ৮০ লক্ষ কনটেন্ট সরিয়ে নেওয়া হয়েছিল। তাই ভেরিফিকেশনের জটিলতাকে সহজ করে পর্ন ওয়েবসাইটকে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত করে তুলতে চান পর্নহাবের কর্ণধার।

You might also like!