দুরন্ত
বার্তা ডিজিটাল ডেস্কঃ- একাধিক কারণে
এখন ২৫/৩০ বছর
থেকেই চুলে পাক ধরা
শুরু করে। তারপর ৩৫/৪০ থেকে নিয়মিত
চুলে রঙ করা শুরু
হয়। অনেকেই চুলে রঙ করা
পছন্দ করেন না। তারা
সাদা চুলের খুশি। তাদের জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা
কিছু পরামর্শ দিচ্ছেন। তাঁরা বলছেন,সঠিক যত্ন নিলে
সাদা চুলের উজ্জ্বলতা নতুন মাত্রা পাবে।
তাঁদের পরামর্শ -
১) মৃদু শ্যাম্পু ব্যবহার
করুন -শ্যাম্পু ব্যবহারের সময়ে অবশ্যই মনে
রাখতে হবে, তা যেন
মৃদু হয়। ক্ষারযুক্ত শ্যাম্পু
পাকা চুলের জন্য ভাল নয়।
শ্যাম্পু কেনার আগে দেখে উপকরণে
চোখ বুলিয়ে দেখে নিন সোডিয়াম
লরিয়াল সালফেট আছে কি না।
যদি থাকে, তা হলে সেই
শ্যাম্পু কিনবেন না
২) কন্ডিশনার ব্যবহার করুন - পাকা চুলের যত্নআত্তিতে
কন্ডিশনার খুবই প্রয়োজনীয় একটি
প্রসাধন। শ্যাম্পু করার পর ৫-৭ মিনিট কন্ডিশনার
মেখে রাখুন। তাতে চুল মসৃণ
এবং নরম থাকবে।
৩)
সিরাম ব্যবহার করুন -শীত কিংবা গ্রীষ্ম,
পাকা চুল ভাল রাখতে
সিরাম ব্যবহার করতেই হবে। বিশেষ করে
যদি স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার ব্যবহার করে থাকেন, তা
হলে তো সিরাম ব্যবহার
করা ছাড়া উপায় নেই।
৪) চুল ঢেকে বাইরে
বেরোবেন - সাদা কিংবা কালো— রং
যা-ই হোক, চুল
ভাল রাখতে রোদে বেরোনোর আগে
মাথায় ওড়না/টুপি দিয়ে যাওয়াই
ভাল। কারণ এতে ক্ষতিকর
সূর্যরশ্মি থেকে সুরক্ষিত থাকবে চুল।