Life Style News

1 year ago

Holi Utsab 2023: ভারতে মোট কত রকমের হোলি খেলা হয় জানেন?দেশে বিভিন্ন নামে পরিচিত এই উৎসব

Holi Utsab
Holi Utsab

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশ জুড়ে হোলিকে কেন্দ্র করে তৈরি হয়েছে অসংখ্য লোকগাঁথা। যার মধ্যে মিশে আছে কত জনশ্রুতি ।

মহারাস্ট্রে স্থানীয়রা হোলিকে শিমোগা বা রং পঞ্চমী বলে অভিহিত করে। প্রায় এক সপ্তাহ জুড়ে চলে এই অনুষ্ঠান । মহারাস্ট্রে শিমোগা বা রঙ পঞ্চমী খেলা হয় জল ও রঙ সহকারে।

রাজস্থানে রাজকীয় ভাবে ঘোড়া সাজিয়ে ব্যান্ড পার্টি সহযোগে অভিনব শোভাযাত্রা আয়োজন করা হয় হোলি উপলক্ষ্যে। তাই এই হোলিকে রয়্যাল হোলি বলা হয়ে থাকে।

পাঞ্জাবের এই উৎসব হোল মহল্লা নামে পরিচিত। পাঞ্জাবের এক বিশেষ শিখ সম্প্রদায় বিশেষ মার্শাল আর্ট সহকারে শিখ যোদ্ধাদের এদিন শ্রদ্ধাজ্ঞাপন করে থাকেন। এদিন পাঞ্জাববাসী সংগীতের ও নৃত্যের দ্বারা পালন করে এই উৎসব।

উওরাখন্ডে হোলি বৈথাকি হোলি,খাদি হোলি নামে পরিচিত।এদিন উত্তরাখন্ডবাসী বিশেষ পোশাক পরে একে অপরের সঙ্গে রং খেলায় মাতেন।

উত্তরপ্রদেশে হোলিকে বলে লাঠমার হোলি। মহিলারা এই দিনে হাতে লাঠি সহকারে পুরুষদের সঙ্গে বিশেষ খেলায় মাতেন।

ওড়িষায় হোলিকে দোলা বলা হয়। এদিন পুরীর জগন্নাথ দেবকে দোল গোবিন্দ নামে বিশেষভাবে পুজো করা হয়। 

বিহারে বলা হয় ফাগুয়া। এদিন উৎসবে জলের সঙ্গে বিশেষ রঙ মিশিয়ে খেলায় মাতেন বিহারবাসী।

বাংলায় একে দোল নামে অভিহিত করা হয়। রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী বিশেষ লোকগাঁথা দোল যাত্রায় ধরা পরেছে। 


You might also like!