Life Style News

1 year ago

Holi : সামনেই দোল উৎসব! বাড়িতেই বানিয়ে ফেলুন ৫ রঙা আবির

holi
holi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কয়েকদিন পরেই রঙের উৎসব। তাই দেরি না করে বাড়িতেই বানিয়ে ফেলুন নানা রঙের আবির। বাজারে যেসব রং পাওয়া যায় তাতে থাকে নানা ধরনের রাসায়নিক পদার্থ যা ত্বকের জন্য ভীষণ ক্ষতিকর। সেই কারণে এবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন দোলে রং খেলার আবির। দেখে নিন কীভাবে বানাবেন নানান রঙের আবির যাতে সুরক্ষিত থাকবে ত্বকও।

লাল আবির

জবা ফুলের পাপড়িগুলি শুকিয়ে গুঁড়ো করে নিন। এরপর তা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। হলুদ গুঁড়োর ওপর পাতিলেবুর রস মিশিয়ে নিলেও পেয়ে যাবেন লাল আবির। আর আপনি যদি তরল আবির চান সেক্ষেত্রে কৃষ্ণচূড়া ফুল জলে ফুটিয়ে নিয়ে তাতে রক্তচন্দন মিশিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন লাল আবির।  

নীল আবির 

অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে নিলেই পেয়ে যাবেন নীল আবির।

হলুদ আবির

বেসনের সঙ্গে হলুদ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হলুদ আবির। বেসনের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 

সবুজ আবির

কৃষ্ণচূড়া গাছের পাতা রোদে শুকোতে হবে। তারপর সেই পাতা গুঁড়ো করে বানিয়ে নিন সবুজ আবির।

গোলাপি আবির

হলুদের সঙ্গে লেবুর রস মিশিয়ে বানিয়ে ফেলুন গোলাপি আবির। আবার কয়েক টুকরো বিট সারারাত গরম জলে ভিজিয়ে রেখে পরেরদিন সকালে হলুদ গুঁড়োর সঙ্গে ওই জল মিশিয়েও গোলাপি আবির বানিয়ে নেওয়া যেতে পারে। 

You might also like!