Life Style News

1 year ago

Facial Tips: মাসে অন্তত দুইবার ফেসিয়াল করুন, ত্বকের পুরনো লাবণ্য ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে

fecial
fecial

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   মুখশ্রী নিয়ে কমবেশি আমরা সকলেই চিন্তিত। কারণ এই অংশটাই তো মানুষের কাছে প্রজেক্ট হয়। তাই বর্তমানে অনেক মহিলা ও কোনো কোনো পুরুষ পার্লারে গিয়ে ফেসিয়াল করেন। কিন্তু ফেসিয়ালের কিছু নিয়ম আছে। বিশেষজ্ঞেরা বলছেন, যদি ফেসিয়াল করানোর হয় তাহলে তা ১৫ দিন অন্তর অন্তর করানো উচিত। অর্থাৎ, নিখুঁত ত্বক পেতে হলে আপনাকে মাসে দু’বার ফেসিয়াল করাতে হবে। তবে ত্বকের স্বাস্থ্য ভাল থাকবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়বে। 

  কর্মব্যস্ত জীবন।এখন মানুষের জীবনের গতি খুব দ্রুত। ফলে সময়ের খুব অভাব। প্রতিদিন সেই অর্থে ত্বকের যত্ন নেওয়ার সময় আমরা কেউই পাই না। ফেসওয়াশ, ময়েশ্চারাইজারের মধ্যেই সীমাবদ্ধ থাকে বেশিরভাগ মহিলার রূপচর্চা। সেখানে ১৫ দিন অন্তর ফেসিয়াল করালে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে। এটি আপনার ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষ, ওপেন পোরস, অতিরিক্ত তেল, ধুলো-বালি, ময়লা ইত্যাদি দূর করে দেয়। তাছাড়া মাসে দু’বার ফেসিয়াল করালে ত্বকের রোমকূপগুলোও খুলে যায়। এতে ত্বক অক্সিজেন পায়। এতে ত্বক তরুণ দেখায়। 

যাঁদের ত্বকে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের সমস্যা বেশি থাকে, তাঁদের ১৫ দিন অন্তর ফেসিয়াল করানো উচিত। এতে ত্বকের এই সব সমস্যা দূর হয়ে যায়। ফেসিয়ালের মাধ্যমে ত্বক এক্সফোলিয়েট করা হয়। এতে ত্বকের শুষ্কভাব, রুক্ষতা দূর হয়ে যায়। পাশাপাশি ফেসিয়ালের সময় হাইড্রেটিং মাস্ক ব্যবহার করা হয়। এটি আপনার ত্বককে আর্দ্রতা ফিরিয়ে দিতে সাহায্য করে। তাই বাড়িতে হোক আর পার্লারে মাসে দুবার ফেসিয়াল করার চেষ্টা করুন।


You might also like!