Breaking News
 
New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা! OBC Case: ওবিসি তালিকা নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য! Modi in London today: মুক্ত বাণিজ্যে নতুন যুগের সূচনা আজ! ব্রিটেনের পর মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদি

 

Life Style News

1 year ago

June Born Personality: জুনে জন্মানো মানুষেরা ঠিক কেমন হয় জানেন?

June Personality (File Picture)
June Personality (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যেকোনো ব্যাক্তি সম্পর্কে নানান ধারণা বাতলে দিতে পারে তার জন্ম মাস। জুন মাসে যাঁদের জন্ম তাঁরা মানুষ হিসেবে কেমন? এই বিষয়ে জেনে নেওয়া যাক বিস্তারিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে, জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের রাশি হল মিথুন বা কর্কট।

জুন মাসে যাঁদের জন্ম, তাঁরা নম্র প্রকৃতির। স্বভাবের কারণে তাঁরা সব সময় অন্যদের সাহায্য করতে ইচ্ছুক। এই ধরনের লোকেরা কাউকে সাহায্য করতে দ্বিধা করবেন না। সেই কারণে তাঁরা মানুষের মাঝে পরিচিতি লাভে সফল। এছাড়াও তাঁরা সকলের সঙ্গে মিশে থাকতে পারেন।

তাঁরা সকলের সঙ্গে ভাল সম্পর্ক রাখেন। এই ধরনের মানুষেরা হুট করে কিছু করতে পছন্দ করেন না। বিভিন্ন পরিকল্পনা করেই যে কোনও কাজ করেন।

জুন মাসে জন্মগ্রহণকারীদের মানসিক অবস্থা সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলা যায় না। তাঁদের মেজাজ মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়। এই ধরনের মানুষরা খুব তাড়াতাড়ি রেগে যান। কিন্তু কখনও কারও উপর বেশিক্ষণ রাগ করে থাকেন না। এছাড়াও এই মানুষদের আবেগের উপর খুব বেশি নিয়ন্ত্রণ থাকে। তাঁরা অনুভূতি সহজে কারও সামনে প্রকাশ করেন না।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বেশিরভাগই চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, ব্যবস্থাপক। এছাড়াও তাঁরা নাচতে এবং গান করতে পছন্দ করেন। এই ধরনের মানুষরা একটু জেদি প্রকৃতির হন।

জুন মাসে জন্মগ্রহণকারী বেশিরভাগ মানুষ তাঁদের নিজস্ব কল্পনায় হারিয়ে যান। যদিও তাঁরা খুব ভদ্র প্রকৃতির। অসহায়দের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত।

You might also like!