Breaking News
 
Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

 

Life Style News

11 months ago

Onion Benefits:ভাত-রুটির পাতে কি রোজ খান কাঁচা পেঁয়াজ? কাঁচা পেঁয়াজ, জানেন এর উপকারিতা সম্পর্কে

Onion Benefits
Onion Benefits

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভাত ডাল থেকে বিরিয়ানী, সুস্বাদু যেকোনও খাবারেই আমরা সকলেই প্রায় কমবেশি কাঁচা পেঁয়াজ খেয়ে থাকি, কারণ কাঁচা পেঁয়াজ খেলে খাবারের স্বাদ আরেকটু বেড়ে যায়। তবে শুধু যে আমরা স্বাদ বাড়াবার জন্য খাই তা কিন্তু নয়। পেঁয়াজে রয়েছে অনেক পুষ্টিগুণও।

পেঁয়াজের মধ্যে থাকা ফ্ল্যাভোনয়েড শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়া থায়োসালফিনেট রক্তের মধ্যে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাতে হার্ট অ্য়াটাক ও স্ট্রোকে ঝুঁকি অনেকাংশে কমে যায়।

২০১৯ সালের একটি গবেষণায় জানা গিয়েছে নিয়মিত এলিয়াম-সমৃদ্ধি শাক-সবজি যেমন পেঁয়াজ খেলে কোলোরেক্টাল ক্য়ানসারের প্রবণতা কমে যায় প্রায় ৭৯ শতাংশ। এক কাপ কাটা পেঁয়াজ একজন প্রাপ্তবয়স্কদের প্রতিদিনের ভিটামিন সি-এর প্রস্তাবিত খাবারের অন্তত ১৩.১১% প্রদান করে।

পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। প্রকৃতপক্ষে ২৫টিরও বেশি বিভিন্ন ধরণের ফ্ল্যাভোনয়েড অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এইগুলি অক্সিডেশনকে বাধা দেয়, ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের মত সমস্যাগুলিকে প্রতিরোধ করতে সাহায্য করে।

একটি পেঁয়াজে প্রায় ২৫.৩ মিলিগ্রাম ক্য়ালসিয়াম থাকে। তাতে হাড় থাকে মজবুত। স্যালাদের সঙ্গে পেঁয়াজ যোগ করলে হাড়ের স্বাস্থ্য ভাল থাকে। পেঁয়াজ অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ায় এবং হাড়ের ক্ষয় কমায়।

পেঁয়াজে থাকা ভিটামিন এ, সি ও কে ত্বকের পিগমেন্টশন থেকে মুক্তি দিতে সাহায্য করে। এছাড়া ক্ষতিকারক ইউভি রশ্মি থেকেও রক্ষা করে। ভিটামিন সি থাকায় পেঁয়াজ ত্বক ও চুলের যত্নের জন্য অপরিহার্য একটি উপাদান।

ডায়াবেটিস ও প্রিডায়াবেটিস রোগীদের জন্য পেঁয়াজ খাওয়া খুব উপকারী। রোজ একটি করে পেঁয়াজ খেলে রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।



You might also like!