Life Style News

23 hours ago

Toxic lipstick effects:লিপস্টিকের রঙ দেখে মুগ্ধ হচ্ছেন? কিন্তু উপকরণের তালিকায় চোখ না রাখলেই বিপদ—ঠোঁটের স্বাভাবিক রঙ হারাতে পারে চিরতরে

natural lip color loss
natural lip color loss

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : মুখের ত্বকের যত্নে সারা বছর ধরে নানা রকম ক্রিম-ফেসপ্যাক ব্যবহার করেন অনেকেই। কিন্তু সেই মুখের এক গুরুত্বপূর্ণ অংশ—ঠোঁট—অনেক সময়ই অবহেলিত থেকে যায়। সাজগোজ বলতে ঠোঁটে হালকা একটু লিপস্টিক লাগানোই যেন রোজকার অভ্যেস। বাইরে বেরনোর আগে ঠোঁটে গাঢ় রঙের ছোঁয়া, আর তাতেই তৈরি হয়ে যান আপনি। কিন্তু এই রঙিন সাজের আড়ালে লুকিয়ে আছে এক অদৃশ্য ক্ষতি।

অনেকেই ভাবেন, ঠোঁটের রঙে পরিবর্তন মানেই ধূমপানের প্রভাব। কিন্তু বাস্তবে, ধূমপান না করেও অনেকের ঠোঁটে দেখা যায় কালচে ছোপ। চিকিৎসকরা জানাচ্ছেন, এর অন্যতম কারণ হতে পারে দীর্ঘদিন ধরে গাঢ় রঙের লিপস্টিকের ব্যবহার। যেসব প্রসাধনীর উপকরণে ক্ষতিকর রাসায়নিক থাকে, সেগুলি ঠোঁটের প্রাকৃতিক রঙে প্রভাব ফেলতে পারে। ফলে সাময়িক সাজে নিজেকে সুন্দর দেখালেও, দীর্ঘমেয়াদে তা ঠোঁটের ক্ষতি করতে পারে।

সৌন্দর্যের পাশাপাশি তাই প্রয়োজন সচেতনতা। শুধু বাহ্যিক লুক নয়, ঠোঁটের স্বাস্থ্য ও স্বাভাবিক রঙ ধরে রাখতে চাইলে লিপস্টিক কেনার আগে অবশ্যই উপকরণের দিকে নজর দেওয়া জরুরি।

চর্মরোগ চিকিৎসকদের মতে, অনেক লিপস্টিকেরই রং গাঢ় করার জন্য সিসা, ক্রোমিয়ামের মতো ধাতব রাসায়নিক ব্যবহার করা হয়। এগুলি ঠোঁটের জন্য ক্ষতিকারক। তা-ও হালকা রঙের লিপস্টিক ব্যবহার করলে এক রকম। কিন্তু গাঢ় রঙের লিপস্টিক দিনের পর দিন মাখতে থাকলে ঠোঁটে কোষে সেই রাসায়নিকগুলি জমা হতে থাকে। এই কারণেই ঠোঁটের রং বদলে যায়। কখনও কালো ছোপ পড়ে, কখনও আবার ঠোঁট বিবর্ণ হতে শুরু করে। এ ছাড়া অনেক সময় লিপস্টিকে নানা রকম সুগন্ধি, রাসায়নিক রং মেশানো হয়। ঠোঁটের রং বদলে যাওয়ার পিছনে এই কারণগুলিও দায়ী হতে পারে।

ঠোঁটের ক্ষতি এড়াতে লিপস্টিক পরার সময় কী কী মাথায় রাখবেন?

১) বিজ্ঞাপনগুলির ফাঁদে পড়ে স্বল্প দামের লিপস্টিক না কেনাই ভাল। নামীদামি সংস্থার লিপস্টিক কেনাই ভাল। মেকআপের বাক্সে রং কম থাকলে ক্ষতি নেই, তবে যে লিপস্টিকগুলি রাখছেন সেগুলির মান যেন ভাল হয় সে দিকটায় নজর রাখুন।

২) লিপস্টিক কেনার আগে বাক্সের গায়ে লেখা উপকরণগুলি অবশ্যই পড়ে নিন। যদি লিপস্টিকের উপকরণে সিসা, অ্যালুমিনিয়াম, রেড ডাই ৪০, ইয়ালো লেক ৫ থাকে, সেই সব লিপস্টিক না কেনাই ভাল ।

৩) লিপস্টিক পরে কখনওই ঘুমোতে যাবেন না। আলতো হাতে অয়েল বেস্ড মেকআপ রিমুভার দিয়ে লিপস্টিক তুলে নিয়ে একটা লিপ বাম ব্যবহার করে তার পরেই ঘুমোতে যান।

৪) লিপস্টিকের থেকে ঠোঁটের ক্ষতি এড়াতে চাইলে লিপস্টিক ব্যবহার করার আগে লিপ প্রাইমার বা এসপিএফ যুক্ত লিপ বাম ব্যবহার করুন।

৫) খুব বেশি ম্যাট লিপস্টিক ব্যবহার না করাই ভাল। এই ধরনের লিপস্টিক বেশি ক্ষণ স্থায়ী হয় বটে তবে এগুলি ব্যবহার করলে ঠোঁটের চামড়া অত্যধিক শুষ্ক হয়ে যায়, ফলে ঠোঁটে কালচে ছোপ পড়ার ঝুঁকিও বাড়ে।


You might also like!