Life Style News

2 months ago

Life Style Tips: এক টুকরো এই ফলেই দূর হবে বাস্তুদোষ! জানেন কোন ফল?

Life Style Tips
Life Style Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কর্মক্ষেত্রে সারাদিনের ব্যস্ততার পর সবাই চান যেন বাড়িতে সুখ-শান্তি পান। কিন্তু অনেক ক্ষেত্রেই সেই ছবিটা দেখা যায় না। তাই বাড়িতে অশান্তি দূর করতে নানা পদ্ধতি মেনে চলেন। তবে বাস্তুদোষ দূর করার একটি অন্যতম উপকরণ পাতিলেবু। কিন্তু তা বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে তাহলেই বাড়িতে সুখ, শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।

 ) যদি দাম্পত্য কলহ দূর করতে চান, তাহলে একটি বড় বাটির মধ্যে জল ভর্তি করে তার মধ্যে একটি পাতিলেবু রেখে সেটি বেডরুমে রেখে দিতে পারেন, জলটি মোটামুটি চার-পাঁচ দিন অন্তর অন্তর পাল্টে ফেলবেন, এমন প্রতিকারটি একমাস করে দেখুন দাম্পত্য কলহ অনেকটা কেটে যাবে।

  ) প্রবেশদ্বার এর উপরে লেবু, লঙ্কা ঝোলাতে পারেন, লেবু কিন্তু আপনার ঘরের মধ্যে নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেবে না, তাই আর দেরি না করে, আর যেই প্রবেশদ্বারের ওপরে লেবু লঙ্কা ঝোলান।

  ) কঠোর পরিশ্রম করেও কিছুতেই সফল হচ্ছে না তাহলে সঙ্গে একটি করে লেবু চারটি লবঙ্গ নিয়ে হনুমান মন্দিরে আপনাকে পৌঁছতে হবে, হনুমান মন্দিরে গিয়ে সেখানে হনুমানজির সামনে বসে হনুমান চালিশা পাঠ করুন, তাতেই কিন্তু সাফল্য আসবে।

  ) কোন ব্যক্তি যদি খারাপ স্বপ্ন দেখে সে স্বপ্ন দেখে, যদি রাত্রেবেলা ঘুম থেকে উঠে পড়ে তাহলে বুঝতে হবে তার মধ্যে কোন অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি রয়েছে, তাই এর জন্য আপনি বালিশের তলায় একটি সবুজ রংয়ের লেবু রেখে দেন লেবু শুকিয়ে গেলে সেটা সরিয়ে আরেকটি সবুজ লেবু রাখুন, এভাবে পাঁচ বার করলে দেখবেন, খারাপ স্বপ্ন দেখা থেকে আপনি কাটিয়ে উঠতে পেরেছে।

 পাতি লেবু শুধু স্বাস্থ্যর পক্ষেই উপকারী নয়, রূপচর্চার ক্ষেত্রে পাতি লেবুর যথেষ্ট ব্যবহার হয়। এখন থেকে সেই পাতি লেবুকে ভাগ্য ফেরাতে ব্যবহার করুন। নিশ্চয়ই ভাগ্য আপনার সহায় হবে।

You might also like!