কলকাতা : ভুয়ো ভোটার ইস্যুতে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বলেছেন, "তৃণমূলের পক্ষ থেকে ভোটার তালিকার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। গত দিল্লি এবং মহারাষ্ট্র নির্বাচনে ভোটার তালিকা ব্যাপকভাবে হেরফের হয়েছে, আমরা প্রথম থেকেই সতর্ক থাকতে চাই।"
তিন ভাষা নীতি ইস্যুতে সুদীপ বলেন, "হিন্দি একটি জাতীয় ভাষা। প্রত্যেকেরই এটিকে সম্মান করা উচিত। আঞ্চলিক দলগুলি আঞ্চলিক ভাষাগুলিকে সমর্থন করে। হিন্দি একটি মহান ভাষা এবং এটি আমাদের দেশের মাতৃভাষা। পশ্চিমবঙ্গে বাঙালি এবং গুজরাটি রয়েছে এবং উর্দুভাষী সংখ্যালঘুরাও আছে। বাংলায় সব সম্প্রদায়ের মানুষ বাস করে, আমরা হিন্দি ভাষাকেও সম্মান করি।"