দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির পর অবশেষে জীবন ও স্বাস্থ্যবিমায় জিএসটি মকুবের সিদ্ধান্ত নিল কেন্দ্র। বদল এসেছে পণ্য পরিষেবা কর কাঠামোয়। তৃণমূলের অভিযোগ, কেন্দ্র ‘চাপে মাথা নত’ করেই এই সিদ্ধান্ত নিয়েছে। আর শাসক দলের মতে, জিএসটি কাঠামোয় এই রদবদল আসলে মানুষেরই জয়।
তৃণমূলের তরফে X হ্যান্ডেলে জানানো হয়েছে, “সাধারণ মানুষের জয়। বধির শাসকের বিরুদ্ধে জয়। প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ঠুর, জনবিরোধী অর্থমন্ত্রীকে সতর্ক করছিলেন। নরেন্দ্র মোদির সরকার অবশেষে চাপের মুখে নতিস্বীকার করেছে। এই অবস্থান বদলই প্রমাণ করে কোণঠাসা হয়ে যাওয়ার পরই তারা নিজেদের বদলায়। আমরা জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদ, রাস্তায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করব।”
জিএসটি কাউন্সিলের বৈঠকের পর বুধবার রাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, মূলত মধ্যবিত্তের কথা ভেবেই জিএসটি কাঠমোয় পরিবর্তন আনা হয়েছে। সেকারণেই বেশিরভাগ খাবারের দাম কমবে। স্বাস্থ্য বিমা এবং জীবন বিমাতে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। ৩৩টি জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রুটি, পনির, দুধের ক্ষেত্রে। এই খাদ্যপণ্যগুলিতে জিএসটি থাকছে না। অনুমান করা যায়, নতুন জিএসটি কাঠামোয় ১৭৫টি জিনিসের দাম কমতে পারে।
১৮ এবং ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ জিএসটি বসছে তেল, ঘি, মাখন, চিজ, নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া, বিস্কুট, পাস্তা, সস ইত্যাদির। অর্থাৎ এই খাদ্যপণ্যগুলির দাম কমবে। খাদ্যপণ্য ছাড়াও জিএসটি কমে ৫ শতাংশে দাঁড়াচ্ছে সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, বাসন, সেলাই মেশিন, ট্র্যাক্টর, কীটনাশক, কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে। কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে জিএসটি কমলে সবজির দামও কমবে। চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত একাধিক পণ্য যেমন থার্মোমিটার, মেডিক্যাল গ্রেড অক্সিজেন, টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমা-এগুলিতেও জিএসটি কমিয়ে পাঁচ শতাংশে আনা হয়েছে।
মধ্যবিত্তের কথা ভেবে ১৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে এসি, টিভি, ডিশ ওয়াশিং মেশিন, মনিটর, ৩৫০ সিসির কম মোটর বাইক, তিন চাকার গাড়ি, ১৫০০ সিসির কম গাড়ি, বাস, ট্রাকের জিএসটি। পড়ুয়াদের সুবিধার্থে ম্যাপ, খাতা, পেনসিল, রবারের জিএসটি একেবারে মকুব করে দেওয়া হয়েছে। ফলে এই সমস্ত পণ্যের দাম কমবে ২২ সেপ্টেম্বর থেকে। তবে কোল্ডড্রিঙ্কস, পানমশলা, গুটখা, সিগারেট, জর্দা, বিড়ি, বড় দামী গাড়ি, ৩৫০ সিসি বাইকের দাম বাড়বে। এই জিনিসগুলির উপর ৪০ শতাংশ জিএসটি বসাতে চলেছে কাউন্সিল।
A victory for common people. A victory wrested from a tone-deaf regime that only listens when forced.
— All India Trinamool Congress (@AITCofficial) September 3, 2025
From day one, Smt. @MamataOfficial warned the Finance Minister that taxing insurance premiums was cruel, anti-people, and would deter families from securing their future,… https://t.co/8ya9etOs4Y pic.twitter.com/4Hav2SjIdp