কলকাতা, ২৬ জানুয়ারি : দুর্ঘটনার কবলে পড়ল তিরুপতি এক্সপ্রেস। পদ্মপুকুর স্টেশনের কাছে তিরুপতি এক্সপ্রেসের সঙ্গে অন্য একটি এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। যার জেরে আপাতত ট্রেন চলাচল বন্ধ শালিমার-সাঁতরাগাছি লাইনে।
রেল সূত্রের খবর, রবিবার পদ্মপুকুর স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। দু’টি এক্সপ্রেস ট্রেনই খালি ছিল। তিরুপতি এক্সপ্রেস যাচ্ছিল শালিমারের উদ্দেশে। সেই সময় অন্য এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। তিরুপতির দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। অন্য এক্সপ্রেস ট্রেনটির এক বগি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের ইঞ্জিনিয়ারেরা। লাইনচ্যুত হওয়া বগিগুলিকে সরানোর কাজও শুরু হয়ে গিয়েছে।