kolkata

4 hours ago

Sukanta Majumdar honors scientist:বিশিষ্ট কৃষিবিজ্ঞানীকে শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

eminent agricultural scientist remembered
eminent agricultural scientist remembered

 

কলকাতা, ২১ আগস্ট : “বিশিষ্ট কৃষিবিজ্ঞানী এবং অধ্যাপক ডঃ পরমনাথ ভাদুড়ী মহাশয়ের জন্ম দিবসে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।” বৃহস্পতিবার এক্সমাধ্যমে এ কথা লিখলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু লিখেছেন, “কৃষিক্ষেত্রে জৈব সার রাইজোবিয়াম ব্যবহারের ক্ষেত্রে তিনি ছিলেন এক অগ্রগণ্য পথিকৃৎ। অধ্যাপক ভাদুড়ীকে এশিয়াটিক সোসাইটি ‘পল জোহানেস ব্রুহল মেমোরিয়াল মেডেল’ প্রদান করে সম্মানিত করেছিল। এছাড়াও তিনি লন্ডনের রয়াল হর্টিকালচারাল সোসাইটির ফেলো হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রেও বিশেষ স্বীকৃতি অর্জন করেছিলেন।”

You might also like!