kolkata

2 months ago

Potato market : আলু ব্যবসায়ীদের ধর্মঘটের প্রভাব পড়ছে বাজারে

Potato market (symbolic picture)
Potato market (symbolic picture)

 

কলকাতা, ২২ জুলাই : আলু ভর্তি গাড়ি ভিন রাজ্যে যেতে আটকে দেওয়ার অভিযোগে সোমবার থেকে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা। ব্যবসায়িক সমিতির কর্মবিরতির ডাকের প্রভাব পড়তে শুরু করেছে আলুর দরে। উত্তরবঙ্গ থেকে দক্ষিনবঙ্গ, যাঁরা হিমঘর থেকে আলু বের করে বাজারে সরবরাহ করার কাজটি করেন, তাঁরাই কর্মবিরতিতে। তার জেরে রাজ্যের অধিকাংশ হিমঘর থেকে আলু বের করা হয়নি সোমবার।

এমনিতেই বাজারে সব সবজিরই আগুন-দাম। এক লাফে অনেকটাই মহার্ঘ্য হয়েছে আলু। সূত্রের খবর, এর ফলে আলুর দাম কিলোপিছু কোথাও কোথাও এক টাকা বেড়েছে। এবার তা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ডাকা ধর্মঘটের প্রভাবে ব্যাহত হচ্ছে আলু সরবরাহ। যদিও সিঙ্গুরের রতনপুরে বেশ কিছু আলু ব্যবসার প্রতিষ্ঠান সোমবার খুলেছে। তাদের ব্যবসায়িক কাজকর্ম চলছে। অধিকাংশ প্রতিষ্ঠানে কর্ম বিরতি চলতে থাকলে বাজারে যোগান কমবে আলুর। আর চড়চড়িয়ে চড়বে দাম।

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায়ের দাবি, 'আমরা যে বাজারে আলু সরবরাহের কাজ করি সেটা সোমবার থেকে বন্ধ আছে কর্মবিরতির জন্য। সারা রাজ্য প্রায় ৮০ হাজার ব্যবসায়ী এই কর্মবিরতিতে সামিল হয়েছেন। ভিন রাজ্যে আলু যেতে আমাদের গাড়ি পুলিশি হয়রানির শিকার হচ্ছে। সেটা যাতে বন্ধ হয়, তার জন্যই ধর্মঘট। মুখ্যমন্ত্রী যাতে বিষয়টাতে হস্তক্ষেপ করে সে বিষয়ে আমরা আশাবাদী।

You might also like!