কলকাতা, ৩ ডিসেম্বর :দেখতে দেখতে ডিসেম্বর মাস এসে গিয়েছে। এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। হালকা শীতের আমেজই অনুভূত হচ্ছে কলকাতা এবং শহরতলিতে। বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে সাময়িক ভাবে তাপমাত্রা বেড়ে গিয়েছিল। তবে, দক্ষিণবঙ্গে আবার নতুন করে পারদ-পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকেই পারদ নামতে পারে কলকাতায়। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঠান্ডা পড়বে। তার আগে মঙ্গলবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকল স্বাভাবিকের ঊর্ধ্বেই। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি।