কলকাতা, ২৯ আগস্ট : রবিবার, ৩১ আগস্ট মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা দীর্ঘ ক্ষণ বন্ধ থাকবে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন দুপুর পর্যন্ত এই পথে কোনও ট্রেন চলবে না। তবে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। রবিবার স্কুল, কলেজ ও অধিকাংশ অফিস বন্ধ থাকলেও ওই দিন রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ‘মিসলেনিয়াস মেনস’ পরীক্ষা। ফলে অনেক পরীক্ষার্থী সমস্যায় পড়তে পারেন। পাশাপাশি পুজোর কেনাকাটার পরিকল্পনা থাকা যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হবে।
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশনে একটি নতুন টার্ন আউট বসানোর কাজের জন্যই এই ব্যবস্থা। শনিবার, ৩০ অগস্ট রাত ১১টা থেকে রবিবার, ৩১ অগস্ট বিকেল ৩টে পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে রবিবার বিকেল ৪টা থেকে ফের ট্রেন চলাচল শুরু হবে। রক্ষণাবেক্ষণের কারণে কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে ব্লু লাইনের (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) প্রান্তিক স্টেশন এখন শহিদ ক্ষুদিরাম। ট্রেনের লাইন পরিবর্তনের সমস্যা থাকায় শহিদ ক্ষুদিরাম স্টেশনে আসা ট্রেনগুলো আবার দক্ষিণেশ্বরগামী হয়ে ফিরে যাচ্ছে। এতে একই লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ে এবং যাত্রীদের ভোগান্তি বেড়ে যাচ্ছে। সোমবার থেকেই ব্লু লাইনে কিছু ট্রেন টালিগঞ্জ পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে। ব্রিজি, নাকতলা, গড়িয়া বাজার, বাঁশদ্রোণী থেকে হাওড়া বা শিয়ালদহ যাওয়ার পথেই এই প্রভাব পড়ছে। ট্রেনের নির্দিষ্ট সূচি প্রকাশ্যে না আসায় যাত্রীদের জন্য বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।