কলকাতা, ৪ ডিসেম্বর : “জিহাদিরা হিন্দুশূন্য করতে চায় তাদের জিহাদিস্তান। তারা তাদের লক্ষ্যে কাজ করছে।” কটাক্ষ করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
মঙ্গলবার গভীর রাতে তিনি এক্সবার্তায় লিখেছেন, “চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশে কোনও আইনজীবী নেই। এই বাক্যটিই জিহাদিস্তানের হিন্দুবিদ্বেষ বোঝার জন্য যথেষ্ট। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর কেউ যেন চিন্ময় কৃষ্ণ দাসকে ডিফেন্ড না করে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। চিন্ময়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সব মিথ্যে। চিন্ময়কে জেলে রাখার উদ্দেশ্য, চিন্ময়ের মানবাধিকার লঙ্ঘন করার উদ্দেশ্য, হিন্দু জাগরণকে নস্যাৎ করা।”