কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পঙ-এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কিছু দিন তাপমাত্রা কমার তেমন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া থাকবে শুষ্ক। তাপমাত্রার বিশেষ হেরফেরও হবে না। বরং সপ্তাহান্তে তাপমাত্রা বাড়তে পারে। এমনকি, মার্চ মাসের শুরুতে কলকাতার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে অনুমান আবহবিদদের! উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় বৃহস্পতি থেকে শনিবারের মধ্যে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙের কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। শুক্রবার জলপাইগুড়িতেও সামান্য বৃষ্টি হতে পারে।