kolkata

2 months ago

Weather Forcast: মেঘলা আকাশ, কলকাতা-সহ ৭টি জেলায় বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৬ অক্টোবর : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকালেই কলকাতা-সহ ৭টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে।

কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগণা, নদীয়া, হুগলি এবং বাঁকুড়া-সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আগামী ২-৩ ঘন্টার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি বেশি।

You might also like!