kolkata

2 months ago

Sealdah station: শিয়ালদহ স্টেশনে তরুণীর প্রেমিককে বেধড়ক মার! ধৃত ৩ অভিযুক্ত

Girl's boyfriend beaten up at Sealdah station
Girl's boyfriend beaten up at Sealdah station

 

কলকাতা, ২১ অক্টোবর : শিয়ালদহ স্টেশনে এক তরুণীর ছবি তুলতে বাধা দেওয়ায় তাঁর প্রেমিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। অভিযুক্ত ৩ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে রেল পুলিস। রবিবার রাতের ঘটনা। রেল পুলিশ সূত্রে খবর, ঢাকুরিয়া থেকে ওই তরুণী এবং তাঁর এক বন্ধু ট্রেনে ওঠেন। চলন্ত ট্রেনে তরুণীর ছবি তোলার চেষ্টা করে তিন যুবক। বুঝতে পেরেই তিনি প্রতিবাদ করেন। পরে শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে নামলে ওই তরুণী এবং তাঁর বন্ধুর পিছু নেয় অভিযুক্ত তিন যুবক। অভিযোগ, ফের তারা ওই তরুণীর ছবি তোলার চেষ্টা করলে বাধা দেয় তরুণীর বন্ধু। তখনই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ৩ অভিযুক্তকে রেল পুলিশ গ্রেফতার করেছে।

You might also like!