কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : চার্জশিট বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার নিয়োগ দুর্নীতি নিয়ে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই। সেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। তবে এই অভিষেক আদতে কে তা স্পষ্ট করা হয়নি চার্জশিটে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভামঞ্চ থেকে এই নিয়ে মুখ খুললেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কাল খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। ২৮ পাতার চার্জশিট। ২ জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা লিখেছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, তিনি সাংসদ না বিধায়ক, কোথায় থাকেন, কী করেন, তার কোনও উল্লেখ নেই। বিজেপি যেমন ভাববাচ্যে কথা বলত, ইডি, সিবিআই ভাববাচ্যে কথা বলছে। এই ভয়টা দেখে ভালো লেগেছে।
উল্লেখ্য, আগামী বছরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশ। এই মহাসমাবেশে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, তা জানার অপেক্ষায় ছিল রাজনৈতিক মহল। এদিন সকাল থেকেই নেতাজি ইন্ডোরে আসতে শুরু করেন তৃণমূলের নেতা এবং কর্মীরা। পঞ্চায়েত স্তর থেকে মন্ত্রী স্তর পর্যন্ত নেতারা জড়ো হন।