International

8 months ago

Foreign Minister : কী কথা হলো পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

Iran's Foreign Minister Hossein Amir Abdullahian and Pakistan's Foreign Minister Jalil Abbas Jilani
Iran's Foreign Minister Hossein Amir Abdullahian and Pakistan's Foreign Minister Jalil Abbas Jilani

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইসলামাবাদ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। 

গতকাল সোমবার সকালে ইসলামাবাদ পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর দুই দেশই উত্তেজনা কমিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেয়। এর ধারাবাহিকতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ সফর করছেন।এদিকে দুই দেশের উত্তেজনা কমানোর এ সফরকালে গত শনিবার সিস্তান–বেলুচিস্তানে ৯ জন পাকিস্তানিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার হামলাকারীকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় দায়ীদের দ্রুত শাস্তি দাবি ও সুষ্ঠু তদন্ত দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মতে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সংলাপ ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা ও সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি সম্মিলিত পদ্ধতির ওপর ভিত্তি করে শান্তি ও সমৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আনোয়ার–উল–হক কাকারকে তেহরান সফরের আমন্ত্রণ জানান।


You might also like!