International

11 months ago

UN General Assembly:গাজা-সঙ্কটে মানবিক কারণে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস, পক্ষে ভোট পড়েছে ১২০

Humanitarian aid in the Gaza Strip
Humanitarian aid in the Gaza Strip

 

নিউইয়র্ক, ২৮ অক্টোবর : গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। সাধারণ পরিষদে তোলা ওই প্রস্তাবে প্যালেস্টাইন ও ইজরায়েলের বেসামরিক মানুষের বিরুদ্ধে ‘সন্ত্রাস ও নির্বিচার হামলা-সহ’ সমস্ত হিংসাত্মক কর্মকাণ্ডের নিন্দাও জানানো হয়। একই সঙ্গে বেসামরিক মানুষজনের সুরক্ষা ও বাধাহীন ত্রাণসহায়তার আহ্বান জানানো হয়।

আরব দেশগুলির পক্ষে সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল জর্ডান। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের ১২০ সদস্য। বিপক্ষে ভোট দিয়েছে ১৪ সদস্য। অপর দিকে ৪৫ সদস্য ভোটদানে বিরত ছিল। ভারত ভোটদানে বিরত থাকে। ভারত 'হামাসের সন্ত্রাসী হামলার' নিন্দা জানিয়ে কানাডার নেতৃত্বাধীন সংশোধনীর পক্ষে ভোট দিয়েছে। এই খসড়া প্রস্তাবটি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে পাস হতে ব্যর্থ হয়েছে, কারণ এটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

You might also like!