International

1 year ago

Donald Trump:বৃহস্পতিবার আত্মসমর্পণ করবেন ট্রাম্প

Trump will surrender on Thursday
Trump will surrender on Thursday

 

ওয়াশিংটন, ২২ আগস্ট  : আমেরিকার ২০২০ সালের নির্বাচনে ফলাফল পরিবর্তনের চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করবেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প । জানা গেছে আগামী বৃহস্পতিবার আত্মসমর্পণ করবেন তিনি। তার আগে ট্রাম্প জানান, আমি আগামী বৃহস্পতিবার আটলান্টায় গ্রেফতার হতে যাচ্ছি।

গত সপ্তাহেই ট্রাম্পকে অভিযুক্তের তকমা দেয় জর্জিয়ার আদালত। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পরেই সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করে ফলাফল পালটানোর নির্দেশ দেন ট্রাম্প। এই ঘটনার ঠিক চারদিন পরেই জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে তাণ্ডব চালায় ট্রাম্পের অনুগামীরা। সবমিলিয়ে মোট ১৯ জনকে অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে। তার মধ্যে রয়েছেন হোয়াইট হাউসের প্রাক্তন কর্মী থেকে শুরু করে ট্রাম্পের আইনজীবীরাও। এই মামলাতেই বৃহস্পতিবার আটলান্টায় আদালতে হাজিরা দেবেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই কথা জানিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন, “বৃহস্পতিবার আমি জর্জিয়ার আটলান্টা আদালতে যাব, গ্রেফতার হতে।” এর আগে আত্মসমর্পণের জন্য ট্রাম্পকে ২৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল জর্জিয়ার আদালত। প্রসঙ্গত, আগামী বুধবারই রিপাবলিকানদের প্রেসিডেনশিয়াল ডিবেট থেকেও সরে দাঁড়িয়েছেন ট্রাম্প।

নির্বাচনে কারচুপির অভিযোগে আগেও ওয়াশিংটন আদালতে অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। দেশকে প্রতারণা, নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়া, অধিকার ভঙ্গের মতো অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তবে আদালতে হাজিরা দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি নির্দোষ। এছাড়াও পর্নস্টারকে ঘুষ দেওয়া, গুরুত্বপূর্ণ নথিপত্র নিজের বাসভবনে সরিয়ে ফেলার মতো অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। কয়েকদিনের মধ্যেই তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হবে।


You might also like!