International

3 months ago

Kamala Harris:এইবারের লড়াই আমেরিকার ভবিষ্যতের জন্য : কমলা হ্যারিস

Kamala Harris
Kamala Harris

 

জর্জিয়া, ৩০ আগস্ট: এইবারের লড়াই আমেরিকার ভবিষ্যতের জন্য। জোর দিয়ে বললেন ডেমোক্র্যাটিক মনোনীত আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। বৃহস্পতিবার তিনি জর্জিয়ার সমাবেশ থেকে বলেছেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য। জর্জিয়ায় সমাবেশে ভাষণ দেওয়ার সময় কমলা হ্যারিস আশা ব্যক্ত করে বলেছেন, এবারের নির্বাচনে তাঁদেরই জয় হবে।

কমলা হ্যারিস বলেছেন, "৬৮ দিন বাকি, আমরা এখানে সত্য কথা বলতে এসেছি, আমাদের সামনে কিছু কঠোর পরিশ্রম আছে। কিন্তু আমরা কঠোর পরিশ্রম পছন্দ করি। কঠোর পরিশ্রম এবং আপনাদের সাহায্যে আমরা এই নভেম্বরে জিততে চলেছি।" তিনি স্পষ্ট করে দিয়েছেন, এইবারের লড়াই মূলত আমেরিকার ভবিষ্যতের জন্য।

You might also like!