International

1 year ago

Now Nobel Prize Money:বাড়ল নোবেল পুরস্কারের অর্থমূল্য

The value of the Nobel Prize increased
The value of the Nobel Prize increased

 

স্টকহোম  : ফের বাড়ল নোবেল পুরস্কারের অর্থমূল্য । এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীরা অতিরিক্ত ১০ লাখ সুইডিশ ক্রোনার পাচ্ছেন। সেই হিসাবে নোবেল পুরস্কারের মোট অর্থমূল্য দাঁড়াচ্ছে ১ কোটি ১০ লাখ ক্রোনার (৯ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার)। যা আগে ছিল ১ কোটি ক্রোনার।  নোবেল ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

সদ্য সুইডেনের মুদ্রার দাম কমে গিয়েছে। ইউরো এবং মার্কিন ডলারের বিপরীতে সুইডিশ মুদ্রার দ্রুত অবমূল্যায়ন এটিকে সর্বনিম্ন পর্যায়ে ঠেলে দিয়েছে। সে কারণেই এই সিদ্ধান্ত। সংক্ষিপ্ত বিবৃতিতে ফাউন্ডেশন জানিয়েছে, সংস্থার সেই সক্ষমতা রয়েছে। তাই আর্থিক মূল্য বাড়লেও সমস্যা হবে না।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকবার নোবেল পুরস্কারের অর্থের পরিমাণে রদবদল করা হয়েছে। ২০১২ সালে নোবেল পুরস্কারের অর্থ ১ কোটি থেকে কমিয়ে ৮০ লাখ করা হয়েছিল। কারণ ওই সময় ফাউন্ডেশন তার অর্থায়নের দিকে নজর দিয়েছিল। পুরস্কারের পরিমাণ ২০১৭ সালে ৯০ লাখ এবং ২০২০ সালে এক কোটিতে উন্নীত করা হয়। আবার, ২০১৩ সালে অর্থমূল্য কমিয়ে ৮ মিলিয়ন ক্রাউন করা হলেও, বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীরা ওই বছর মার্কিন মুদ্রায় প্রায় ১.২ মিলিয়ন ডলার পেয়েছিলেন।

১৯০১ সালে যখন প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, তখন পুরস্কারের পরিমাণ ছিল প্রতি বিভাগে ১,৫০,৭৮২ ক্রোনার। বিগত বছরগুলিতে একাধিকবার বাড়াকমার মধ্যে এবছর নোবেল পুরস্কারের মোট অর্থমূল্য দাঁড়াচ্ছে ১ কোটি ১০ লাখ ক্রোনার । তবে গত এক দশকে ইউরোর বিপরীতে সুইডিশ ক্রাউন প্রায় ৩০ শতাংশ মান হারিয়েছে। ফলে পুরস্কারের অর্থমূল্য যে বাড়ালেই যে সুইডেনের বাইরে বসবাসকারী নোবেল বিজয়ীরা খুব বেশি ধনী হয়ে উঠবেন, এমনটা নয়। 

You might also like!