International

1 year ago

Jill Biden: কোভিডে আক্রান্ত আমেরিকার ফার্স্ট লেডি, জো বাইডেনের রিপোর্ট নেগেটিভ

Joe Biden is covid negative
Joe Biden is covid negative

 

ওয়াশিংটন, ৫ সেপ্টেম্বর: করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন। তবে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, "আজ সন্ধ্যায় (আমেরিকার সময় অনুযায়ী সোমবার সন্ধ্যা) ফার্স্ট লেডি কোভিডে আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র হালকা লক্ষণ অনুভব করছেন তিনি। তিনি রেহোবোথ বিচ, ডেলাওয়্যারে নিজের বাড়িতে থাকবেন।"

প্রেসিডেন্ট জো বাইডেনও করোনার পরীক্ষা করিয়েছিলেন, যদিও তাঁর টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, "ফার্স্ট লেডি করোনায় সংক্রমিত হওয়ার পর প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করানো হয়েছিল, সেই রিপোর্ট নেগেটিভ এসেছে।" উল্লেখ্য, জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। ৯ সেপ্টেম্বর দিল্লিতে বসতে চলেছে দু’দিনের জি-২০ ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। সেই সম্মেলন যোগ দিতে ৭ সেপ্টেম্বর ভারতে যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের।

You might also like!