International

1 year ago

Barcelona:বার্সেলোনার শিল্প সম্মেলন থেকে পশ্চিমবঙ্গে লগ্নিবান্ধব পরিবেশের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

WB industrialists urge to invest in Bengal at Barcelona industrial summit
WB industrialists urge to invest in Bengal at Barcelona industrial summit

 

বার্সেলোনা  : বার্সেলোনার শিল্প সম্মেলন থেকে বাংলার লগ্নিবান্ধব পরিবেশের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের সঙ্গে পশ্চিমবঙ্গের আত্মিক যোগের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছে। ভারতে নবজাগরণ এসেছিল বাংলার হাত ধরেই। আর ইউরোপে নবজাগরণ এনেছিল স্পেন।”

 বার্সেলোনা শিল্প সম্মেলন থেকে বাংলায় বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার সীমানা এর অন্যতম অ্যাডভান্টেজ। একদিকে ভুটান, অন্যদিকে বাংলাদেশ। এছাড়া এখানে জীবনযাপনের খরচ অত্যন্ত কম হওয়ায় বাজেটের মধ্যেই সবকিছু মেলে। সুলভে শ্রমিক মেলে। ’

এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘বাংলা এখন দেশের অন্যতম আধুনিক, উন্নত রাজ্য। এখানে বাসিন্দাদের জন্য সমস্ত সামাজিক সুরক্ষার ব্যবস্থা সরকারই করে। ম্যানুফ্যাকচারিংয়েও দেশের মধ্যে এগিয়ে বাংলা অর্থাৎ আমাদের রাজ্য। বেস্ট হিউম্যান ক্যাপিটাল বাংলা। বাংলা আসলে শিল্পক্ষেত্রে গেম চেঞ্জার। ‘বাংলার জন্য রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষের জন্য সম্পূর্ণ সামাজিক সুরক্ষার ব্যবস্থা করেছি আমরা। মেধায় শীর্ষে বাংলা।’ ‘ভারত আজ চাঁদে পৌঁছে গিয়েছে’। চন্দ্রযান অভিযানের ৪০ শতাংশ বিজ্ঞানীই বাংলার’। সুলভে শ্রমিক মেলে বাংলায়। লৌহ আকরিক, বস্ত্র থেকে চটশিল্প, বাংলা একাধিক শিল্পের সহাবস্থান। বাংলা মানে ব্যবসা, বাংলা মানে আতিথ্য, বাংলা মানে সব ধরনের পরিষেবা। বাংলা একদিন দেশ এবং পৃথিবীর গেম চেঞ্জার। বাংলার মানুষ চিকিৎসা পায় সম্পূর্ণ বিনমূল্যে।’

অন্যদিকে বাংলার শিল্পপতিরা এদিন তাদের বক্তব্যে বাংলায় তাদের বানিজ্য করার অভিজ্ঞতা নিয়ে স্পেনের বিনিয়োগকারীদের সামনে বলেন, বলেন, ‘বাংলায় আসুন। বিনিয়োগ করুন।’

You might also like!