International

10 months ago

Benjamin Netanyahu:যুদ্ধবিরতি শেষেই গাজায় হামলা শুরু হবে, বাইডেনকে জানালেন নেতানিয়াহু

US President Joe Biden and Israeli Prime Minister Benjamin Netanyahu
US President Joe Biden and Israeli Prime Minister Benjamin Netanyahu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলমান চারদিনের যুদ্ধবিরতি শেষ হলেই ফিলিস্তিনের গাজায় পূর্ণ শক্তি প্রয়োগ করে হামলা শুরু করবে ইসরায়েলি বাহিনী। আর একথা তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়ে দিয়েছেন।

স্থানীয় সময় গতকাল রোববার (২৬ নভেম্বর) নেতানিয়াহু সাংবাদিকদের একথা বলেন। তবে নেতানিয়াহু এটাও বলেছেন যে, যুদ্ধবিরতির শর্ত পূরণে হামাস রাজি থাকলে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

সাময়িক যুদ্ধবিরতিতে একটি শর্ত রয়েছে, হামাস যদি প্রতিদিন ১০ জন করে জিম্মিকে মুক্তি দেয়, তাহলে একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে। নেতানিয়াহু এই শর্তের কথা মনে করিয়ে দিয়েছেন।গত শুক্রবার গাজায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কাতারের মধ্যস্ততায় সাময়িক এ যুদ্ধবিরতির চুক্তি করেছে ইসরায়েল ও হামাস।


You might also like!