International

1 year ago

Sergei Lavrov : এই জি-২০ সম্মেলন একটি মাইলফলক, তবে দীর্ঘ পথ যেতে হবে : সের্গেই ল্যাভরভ

Sergei Lavrov  (File Picture)
Sergei Lavrov (File Picture)

 

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : ভারতের পৌরহিত্যে অষ্টাদশ জি-২০ শিখর সম্মেলনকে মাইলফলক আখ্যা দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একইসঙ্গে তিনি বলেছেন, দীর্ঘ পথ যেতে হবে আমাদের ।

রবিবার জি-২০ সম্মেলনের সমাপ্তির পর সাংবাদিকদের মুখোমুখি হন সের্গেই। তিনি বলেছেন, "আমি ভারতীয় সভাপতিত্বের সক্রিয় ভূমিকার কথাও উল্লেখ করতে চাই, ইতিহাসে প্রথমবার গ্লোবাল সাউথ থেকে জি-২০ দেশগুলিকে সত্যিকার অর্থে একত্রিত করা হয়েছে। আমাদের ব্রিকস অংশীদার- ব্রাজিল, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা বিশেষভাবে সক্রিয় এবং গ্লোবাল সাউথ দেশগুলি নিজেদের বৈধ স্বার্থ রক্ষার জন্য এই একত্রিত অবস্থানের জন্য ধন্যবাদ।"

রাশিয়ার বিদেশমন্ত্রী আরও বলেছেন, "আমরা আগামী বছর ব্রাজিলের সভাপতিত্ব থাকাকালীন এবং ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বের সময় ইতিবাচক প্রবণতাগুলিকে শক্তিশালী করতে থাকব। আজ অধিবেশন সমাপ্তির সময়, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, তিনি নভেম্বরের শেষের দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরেকটি জি-২০ শীর্ষ সম্মেলন আহ্বান করবেন। আমরা আজ যে চুক্তিতে পৌঁছেছি সেগুলি বাস্তবায়ন পর্যালোচনা করার জন্য এটি আমাদের জন্য আরেকটি সুযোগ হবে।"

You might also like!