International

1 week ago

Waterfall:পাহাড় থেকে পড়ছে সাতরঙা ঝর্না! জানেন কোথায় রয়েছে?

Waterfall
Waterfall

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   পাহাড় থেকে ঝর্ণা নিচে নেমে আসবে এটা স্বাভাবিক। কিন্তু তার রঙ যদি হয় একদম রামধনুর মতো সাত রঙা ! তাহলে? আজকের প্রতিবেদনে তেমনি এক ঝর্নার খোঁজ দেব!

১৪৫০ ফুট উঁচু থেকে ঝরে পড়া আশ্চর্য রঙের ফোয়ারা। যা দেখে মুগ্ধ হওয়া ছাড়া উপায় থাকে না। কথা বন্ধ করে দেয় এমন দৃশ্য, হাঁ করে তাকিয়ে থাকে দর্শক। আসলে পাহাড়ের ফাটল বেয়ে নেমে আসা একটি জলপ্রপাত। প্রবল হাওয়ায় সে জল ক্রমাগত উড়ছে। তার উপর সূর্যের আলো পড়তেই ম্যাজিক! সাধারণ ঝরনা হয়ে ওঠে রংধনু জলপ্রপাত। সম্প্রতি ভাইরাল হয়েছে এই অপরূপ নৈসর্গিক দৃশ্য। কোথায় রয়েছে এই জলপ্রপাত? এমন জলপ্রপাত বিশ্বে ব্যতিক্রম। আবার এমন সুন্দর রঙ সব সময় পাওয়াও  যায় না।

হ্যাঁ,আমরা বলছি সুদূর আমেরিকার ইয়োসেমাইট ন্যাশানাল পার্কের জল প্রপাতের কথা। একই বলা হয় মার্কিন মুলুকের রামধনু ঝরনা! ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশানাল পার্কের বিখ্যাত ইয়োসেমাইট জলপ্রপাত। যদিও এই নামে তাকে মানায় না মোটেই। যে ঝরনা মহাজাগতিক, শিল্পীর সাতরঙা জলের প্যালেট যেন। রংধনু ঝরনাই তার উপযুক্ত নাম। মনকাড়া ঝরনার পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। উল্লেখ্য, ইয়োসেমাইট জাতীয় উদ্যান ক্যালিফোর্নিয়ার চারটি ভিন্ন কাউন্টি জুড়ে বিস্তৃত এবং প্রায় ৭,৬১,৭৪৭ একর এলাকা জুড়ে বিস্তৃত। সেখানেই রয়েছে পর্যটকদের প্রিয় জলপ্রপাত। যেখানে সূর্য উঠলেই শুরু হয় রঙের লীলা! এমন কেন হয়? এমন রঙের ছটা দেখে বোঝা যায় প্রকৃতি কত বড়ো শিল্পী। আসলে জলের ধারা বিরাট উঁচু থেকে নামে। মাঝপথ প্রবল হাওয়ার দাপটে ওড়ে কোটি কোটি জলকনা। তার মধ্যে সূর্যের আলো পড়তেই শুরু হয় এই কাণ্ড। তখন প্রায় দেড় হাজার ফুট উচ্চতা জুড়ে থাকা পুরো প্রপাতটাই প্রকৃতির মায়ার খেলায় হয়ে ওঠে আস্ত রমধনু। 

You might also like!