International

1 year ago

Russia- Ukraine: ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া আরো আগ্রাসী - অভিযোগ ইউক্রেনের

Russia is more aggressive against Ukraine - complaints of Ukraine
Russia is more aggressive against Ukraine - complaints of Ukraine

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রায় ২ বছর হতে চলল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তা থামার কোনো লক্ষন  নেই,বরং বেড়েই চলেছে। সেই পরিস্থিতিতেই আবার নতুন অভিযোগ। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে অধিকৃত অঞ্চলে রাশিয়া ৪ লক্ষাধিক সেনা মোতায়েন করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের ডেপুটি ইন্টেলিজেন্স চিফ ভাদিম স্কিবিটস্কি। কিয়েভের একটি সম্মেলন তিনি এমন দাবি করেছেন। তিনি বলেন, রাশিয়ান ফেডারেশন ক্রিমিয়াসহ অস্থায়ীভাবে দখলকৃত আমাদের অঞ্চলগুলোতে ৪ লাখ ২০ হাজারেরও  বেশি সেনা মোতায়েন করেছে - যা শুধু অনৈতিক নয়,ইউক্রেনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা। এটার দিকে তিনি পৃথিবীর সকলের দৃষ্টি আকর্ষন করাতে  চাইছেন।

এই মুহূর্তে  পৃথিবীর তাবড় রাষ্ট্র নায়কেরা ভারতে G20 সম্মেলনে। সেই সময় এই অভিযোগ বেশ তাৎপর্যপূর্ণ।  স্কিবিটস্কি বলেন, ২০১৪ সালের মতো রাশিয়া এক মাস ধরে ক্রিমিয়া থেকে সক্রিয়ভাবে আক্রমণ শুরু করেছে। ক্রিমিয়াতে মোতায়েন করা ড্রোনগুলো আমাদের ইজমেল এবং রেনি বন্দরের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।  তাঁর অভিযোগ কিয়েভ এবং আশপাশের অঞ্চলজুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের বেশ কিছু এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষও পড়েছে। এই হামলার বিষয়ে রাশিয়া অবশ্য এখন পর্যন্ত কোনো মন্তব্য করেন নি।

You might also like!