International

9 months ago

Princess Diana's dress: রেকর্ড দামে বিক্রি প্রিন্সেস ডায়ানার ড্রেস! কত দর?

The ballerina gown of Diana (Collected)
The ballerina gown of Diana (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হলিউডের জুলিয়েনস অকশনসে আয়োজিত নিলামে বিক্রি হওয়া ডায়ানার পরা সবচেয়ে দামি পোশাক হিসেবে নতুন রেকর্ড তৈরি করেছে ব্যালেরিনা গাউন। এটি তৈরি করেছিলেন মরোক্কান বংশোদ্ভুত ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার জ্যাক আজাগুরি। কালো রংয়ের জমকালো ড্রেসটি ১৯৮৫ সালে ইতালির ফ্লোরেন্সে আয়োজিত একটি ডিনার পার্টিতে পরেছিলেন ডায়ানা।

সেই সময় সঙ্গে ছিলেন তাঁর স্বামী চালর্সও। এরপর ১৯৮৬ সালে ভ্যানকুভার সিম্ফনি অর্কেস্টায় ড্রেসটি পরেছিলেন ব্রিটিশ যুবরানি।

কালো রঙের ভেলভেট ইভিনিং ড্রেসটি নিলামে ৭৮ লাখ পাউন্ড দাম পাবে বলে প্রথমে ধারণা করা হয়েছিল। পরে ১১ গুণ দামে বিক্রি হয়। মার্কিন মুদ্রায় যা ছিল প্রায় ১১ লক্ষ ৪৮ হাজার ৮০ ডলার।

উল্লেখ্য, এর আগে ১৯৯১ সালে ব্রিটিশ যুবরানির একটি ভেলভেট গাউন নিলামে উঠেছিল। সেই সময় সেটি বিক্রি হয়েছিল প্রায় ৪ লক্ষ ৭৬ হাজার পাউন্ডে। এটাই ছিল এতদিন নিলামে ডায়নার পোশাক বিক্রির সর্বোচ্চ রেকর্ড। কিন্তু হলিউডের জুলিয়েনস অকশনসে আয়োজিত নিলামের দাম, সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে।

হলিউডের জুলিয়েনস অকশনসে আয়োজিত নিলামে জমকালো ড্রেসটি ছাড়াও ডায়ানার পরা আরও বেশ কয়েকটি সামগ্রী নিলামে উঠেছিল। এর মধ্যে রয়েছে তাঁর পরা একটি ব্লাউজ। সেটি ৩ লাখ ইউরোতে বিক্রি হয়েছে বলে জানা গেছে। যদিও এটি ৬৩ হাজার ইউরোতে বিক্রি হতে পারে বলে আশা করা হয়েছিল। জানা গেছে, জমাকালো ড্রেসটি ১৯৮১ সালে চালর্সের সঙ্গে এনগেজমেন্টের সময় পড়েছিলেন ডায়ানা।

নিলামের আয়োজক মার্টিন নোলান বলেছেন যে যিনি ডায়নার ড্রেসটি ক্রয় করেছেন, ভবিষ্যতে পোশাকটি প্রদর্শনের পরিকল্পনার কথা জানিয়েছেন। ব্রিটিশ যুবরানির পোশাকটির প্রতি অনেকের আগ্রহ ছিল বলে জানিয়েছেন তিনি। 

You might also like!