International

11 months ago

Plane crashe:অ্যামাজনের গভীর জঙ্গলে ভেঙে পড়ল বিমান, মৃত সদ্যোজাত সহ অন্তত ১২

Plane crashe
Plane crashe

 

একর প্রদেশ, ৩১ অক্টোবর  : চিকিৎসা করিয়ে বাড়ি ফেরা হল না মাঝ আকাশে বিমান বিভ্রাটে সদ্যোজাতসহ প্রাণ গেল ১২ জনের । ব্রাজিলের একর প্রদেশ থেকে চিকিৎসা করিয়ে ফেরার পথে  অ্যামাজনের গভীর জঙ্গলে বিমানটি ভেঙে পড়লে বিমানে থাকা ১২জনেরি মৃত্যু হয়।

তথ্য অনুযায়ী, এই ছোট বিমানটি উড়ে ছিল ব্রাজিলের একর প্রদেশের রিও ব্রাঙ্কো বিমানবন্দর থেকে। গন্তব্য ছিল আমাজন প্রদেশের এনভিরা শহরে। বিমানের সব যাত্রী ছিলেন এনভিরার বাসিন্দা। অ্যামাজনে ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকায় একর প্রদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন এই ১২ জন যাত্রী। চিকিৎসা করিয়ে ফেরার পথেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা।

জানা গেছে, রবিবার মাঝ আকাশে আচমকাই বিমানে বিভ্রাট দেখা দেয়। এরপরি বিমানটি ভেঙে পড়ে অ্যামাজনের গভীর জঙ্গলে । ভেঙে পড়তেই দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে বিমানে। সেই আগুন ছড়িয়ে পড়ে জঙ্গলের মধ্যেও। সদ্যোজাত সহ মোট ১২ জন যাত্রী ছিলেন বিমানে, প্রত্যেকের মৃত্যু হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, সেই বিমানে দুই পাইলট, ছয় পুরুষ, তিন মহিলা এবং এক শিশু ছিল। সেই বিমানটি স্থানীয় এক সংস্থার ছিল। 'এআরটি ট্যাক্সি অ্যায়রে' নামক সেই উড়ান সংস্থা বা স্থানীয় প্রশাসন অবশ্য এই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট ভাবে কিছু বলতে পারেনি।

দুর্ঘটনা প্রসঙ্গে একর প্রদেশের গভর্নর গ্ল্যাডসন ক্যামেলির অফিসের মুখপাত্র জানান, ‘রিও ব্লাঙ্কো বিমানবন্দর থেকে টেকঅফের পরপরই বিমানটি জঙ্গলে ভেঙে পড়ে। দুর্ঘটনার আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে প্রত্যন্ত এলাকায় বিমানটি ভেঙে পড়ায় তথ্যপ্রমাণ খুঁজে বের করতে সমস্যা হতে পারে।’

You might also like!