International

4 months ago

Muhammad Yunus:সংখ্যালঘু নয়, মানুষ নাগরিক হিসেবে অধিকার চাইবেন : মুহাম্মদ ইউনূস

Muhammad Yunus
Muhammad Yunus

 

ঢাকা, ১৩ আগস্ট : নিজেদের সংখ্যালঘু হিসেবে নয়, বরং মানুষ হিসেবে, দেশের নাগরিক হিসেবে বিবেচনা করে সাংবিধানিক অধিকার চাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন হামলার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করে ন্যায় প্রতিষ্ঠা করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মঙ্গলবার ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এমন বাংলাদেশ আমরা করতে যাচ্ছি, যেখানে সবাই এক পরিবার। এটা হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনও পার্থক্য করা, বিভেদ করার কোনও প্রশ্নই আসে না। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ হিসেবে বিবেচিত নয়; মানুষ হিসেবে বিবেচিত। আমাদের অধিকারগুলি নিশ্চিত হোক। উল্লেখ্য, অশান্ত বাংলাদেশে হিন্দু-সহ একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের অভিযোগ উঠেছে। এই আবহে মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস সে দেশের হিন্দু নেতাদের সঙ্গে কথা বললেন।

You might also like!