International

1 year ago

North Korea:জাপান সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

North Korea conducts missile launch into sea after US bomber drills
North Korea conducts missile launch into sea after US bomber drills

 

পিয়ংইয়ং, ৩১ আগস্ট  : দক্ষিণ কোরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলার অনুকরণে দুটি স্বল্পপাল্লার কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বুধবার রাতে পর পর নিক্ষেপ ক্রা স্বল্পপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দুটি জাপান সাগরের কাছে গিয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ায় এ মহড়া মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি হুঁশিয়ারি সংকেত। কেননা, পশ্চিমা দেশটি এ অঞ্চলে কৌশলগত বোমারু বিমান মোতায়েন করেছে।

দেশটির সেনাবাহিনী বলেছে, বুধবার স্থানীয় সময় গভীর রাতে দক্ষিণ কোরিয়ার প্রধান কমান্ড সেন্টার ও অপারেশনাল এয়ারফিল্ডে হামলার অনুকরণে কৌশলগত পারমাণবিক হামলার মহড়া করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপের অর্থ হলো শত্রুদের কাছে ‘স্পষ্ট বার্তা’ পাঠানো।

পরীক্ষার জন্য কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর দুটি অস্ত্র সাগরে পড়েছে। এ তথ্য দক্ষিণ কোরিয়াও নিশ্চিত করেছে। সোগর পাড়ের এ দেশটির সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র যখন বার্ষিক সামরিক মহড়া চালাচ্ছে, তখনই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি বাস্তবায়ন করলো উত্তর কোরিয়া।

মূলত, মার্কিন যুক্তরাষ্ট্র ‍ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে ‘যুদ্ধের মহড়া’ হিসেবেই সবসময় দেখে আসছে পিয়ংইয়ং। বুধবারের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। এর আগে গত মঙ্গলবার শীর্ষ কমান্ডারদের নিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য মহড়া পর্যবেক্ষণ করেন তিনি। ওই মহড়ায় আকস্মিক আক্রমণ প্রতিহত করা ও দক্ষিণ কোরিয়ার পুরো অঞ্চল দখল করতে পাল্টা আক্রমণের বিষয়টিও ছিল।

You might also like!