International

1 year ago

Nobel Prize in physics:ইলেকট্রন গতিবিদ্যার গবেষণার জন্য় পদার্থবিদ্যায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

Nobel Prize in physics
Nobel Prize in physics

 

জেনেভা, ৩ অক্টোবর  : এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস, অ্যান ল' হুইলিয়ার। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার এই পুরস্কারের জন্য তাদের তিনজনের নাম ঘোষণা করে। ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় অবদানের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয় বলে নোবেল কমিটি জানায়।

প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সে হিসেবে এবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় গতকাল সোমবার থেকে। করোনাভাইরাসের টিকার প্রযুক্তি আবিষ্কার করে এবার দুই বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল বিজয়ী দুই বিজ্ঞানীর নাম ক্যাটালিন ক্যারিকো ও ড্রু ওয়েইসম্যান।

You might also like!